উত্তর-পশ্চিম পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধের সময় কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আর দুটি পৃথক সামরিক অভিযানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর ৩৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ১০-১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই অভিযান।
বিবৃতিতে জানানো হয়েছে, বাজাউর জেলায় সেনাবাহিনীর দুটি সংঘর্ষই ‘ফিতনা আল খোয়ারিজ’ এর সাথে হয়েছে। প্রথম অভিযানে ২২ জন ‘জঙ্গি’ নিহত হয়। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে দ্বিতীয় অভিযানে ১২ জন সেনা এবং ১৩ ‘জঙ্গি’ নিহত হয়।
নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসীদের বোঝাতে রাষ্ট্রটি ‘ফিতনা আল খোয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে যে, কাবুল পাকিস্তানে টিটিপি সন্ত্রাসীদের হামলা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে।
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন
তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবেশী দেশটির উপর হামলা চালাতে তার মাটি ব্যবহারের অনুমতি না দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: আনাদোলু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।