Advertisement
জুমবাংলা ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে আটটা থেকে এই দুই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, মধ্যরাত থেকে বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়।
তাই নৌ দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। নদী স্বাভাবিক হলে আবারো নৌযান চলাচল শুরু হবে। এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় এই রুটে চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৬টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট চলাচল করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।