
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশ নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আলহাজ মোড় থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে মনোনীত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবী করেন, মনোনয়ন পরিবর্তন করে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে প্রার্থী ঘোষণা করা হোক।
বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন মালিথা সমাবেশের সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।
বক্তারা বলেন, হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করায় ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর প্রত্যাশা ভেঙে গেছে। পাবনা-৪ আসনে জাকারিয়া পিন্টুর বিকল্প নেই বলে দাবি করেন তারা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জননন্দিত নেতা জাকারিয়া পিন্টুকে প্রার্থী করা প্রয়োজন, এমনকি তারা এ সিদ্ধান্ত নিতে দলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানসহ আরও অনেকে প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



