পুতিনের বিরোধিতা করে অকালে প্রাণ হারালেন যারা

পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট এতটাই ক্ষমতা তার বিরোধিতা করে দেশের ভেতরে এবং বাইরে কেউ সহজে পার পেতে পারে না। যারা তার এবং রাশিয়ান সরকারের বিরুদ্ধে কাজ করেছে অনেকের পরিণতি হয়েছে অকাল মৃত্যু। আজ এরকম কয়েকজন ব্যক্তির বর্ণনা এ আর্টিকেলে তুলে ধরা হবে।

পুতিন

প্রিগোজিন রাশিয়ান ওয়াগমার গ্রুপের নেতা। ২০১৪ সালে ইউক্রেনে পুতিনের সাপোর্টের জন্য প্রিগোজিন প্রতিষ্ঠা করেন ওয়াগনার গ্রুপ নামের রাষ্ট্রীয় অর্থায়নকৃত বেসরকারি সামরিক কোম্পানি। এ বছরের জুন মাসে প্রিগোজিন করে বসলেন বিদ্রোহ। সর্বশেষ বিদ্রোহ বন্ধের ঘোষণা দিলে পুতিন তাকে বেলারুশে নির্বাসন দেন।  ২৩ আগস্ট ২০২৩ অর্থাৎ এই বছরে প্রিগোজিন একটি বিমান দুর্ঘটনায় মারা যান। ধারণা করা হয় রাশিয়া এই বিমান দুর্ঘটনা ঘটিয়েছিল, যার পেছনে রয়েছেন পুতিন।

ইউশেনকভ একজন বর্ষীয়ান উদারপন্থী রাশিয়ান রাজনৈতিক নেতা। লিবারেল রাশিয়া নামের রাজনৈতিক দলের এই নেতা ২০০৩ সালের ১৭ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইউশেনকভ ১৯৯৯ সালের বম্বিংয়ের পেছনে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সংযুক্তি প্রমাণ করার প্রচেষ্টা চলান।

রুল অব ল ইন্সটিটিউটের সভাপতি ছিলেন স্ট্যানিস্লাভ মার্কেলভ। তিনি মস্কো থিয়েটার জিম্মি সংকটের শিকারদের অধিকার নিয়ে কাজ করে। তাকে গুলি করে হত্যা করা হয়। রাশিয়ান ও চেচেন পিতা-মাতার সন্তান এস্তেমিরোভা সংবাদপত্র The Voice এবং The Worker of Grozny তে কাজ শুরু করেন।

গ্রোজনিতে টিভিতে কাজ করার সময় রাশিয়া সরকারের কঠিন শাস্তির শিকারদের উপর তিনি ১৩ পর্বের ডকুমেন্টারি বানিয়েছেন। ২০০৯ সালের ১৫ জুলাই তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, পরদিনই তাকে মৃত পাওয়া যায়।

আলেকজান্ডার লিটভিনেঙ্কো

মেধাবী ম্যাগনিটস্কি ছোটকালেই জিতেন পদার্থবিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে উচ্চতর পড়াশোনা করেন। তিনি ফায়ারস্টোন ডানকান নামের হেমিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি মক্কেল প্রতিষ্ঠানে ট্যাক্স অডিটর হিসেবে যোগ দেন।

তিনি রাশিয়ার ইতিহাসে সরকারি কর্মকর্তা কর্তৃক সবচেয়ে বড় কর জালিয়াতির তথ্য প্রকাশ করেন। ১১ মাস বিনা বিচারে কারাগারে থাকার পর কোর্টে নেয়া হবে বা মুক্তি দেয়া হবে এমন শর্তের ১৩ দিন পূর্বে কারাগারে নির্যাতনের স্বীকার হয়ে মারা যান। তার মেডিকেল সেবা দরকার হলে দেয়া হয়নি।