সমুদ্রের বুকে জ্বালানি দ্বীপ তৈরির পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ডেনমার্ক। পৃথিবীর বুকে এত বড় পদক্ষেপ এর আগে কোন দেশ নিতে পারেনি।
মূল ভূখণ্ডের বাইরে দ্বীপের মধ্যে wind farm তৈরির মাধ্যমে ডেনমার্ক উচ্চবিলাসী পরিকল্পনা বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। উত্তর সাগরের বুকে এই দ্বীপ ১০ মিলিয়ন পরিবারকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম হবে।
দ্বীপটি ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। শত শত টারবাইন দ্বারা ট্রান্সমিশন সেন্টার গঠন করা হবে। টারবাইনের মাধ্যমে জ্বালানি উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। এটি সব মিলিয়ে ৩৪ বিলিয়ন ডলারের প্রজেক্ট।
ডেনমার্ক তার ইতিহাসে এত বড় প্রজেক্ট কখনো হাতে নেয়নি। আসলে ডেনমার্ক দেখাতে চাইছে যে তাদের এই থিওরি অন্য দেশেও বাস্তবায়ন করা সম্ভব। এসব প্রজেক্টের মাধ্যমে একটি দেশ নিজেদের জ্বালানির চাহিদা নিজেরাই মেটাতে সক্ষম।
এই জ্বালানি দিক থেকে প্রথমে তিন গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তী সময় তা ১০ গিগাওয়াটে উত্তীর্ণ করা হবে যা ডেনমার্কের চাহিদা থেকেও অনেক বেশি।
সমুদ্রের পানিকে ব্যবহার করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে ডেনমার্ক। এ জ্বালানি দ্বীপ থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ইউরোপের অন্য দেশেও রপ্তানি করা যাবে। ব্যাটারি সেলের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চিত করা সম্ভব হবে।
ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে যে তাদের দেশ পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন সোর্স থেকে জ্বালানি উৎপাদন করুক। ২০৩১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ইউরোপ পূর্ণ সাক্ষরতা অর্জন করতে চায়।
এ ধরনের প্রজেক্ট সমুদ্রের পরিবেশের কোন ক্ষতি করবে না। সরকার, এনজিও, ব্যবসায়ী প্রতিষ্ঠান, প্রাইভেট কোম্পানি সবাইকে সাথে নিয়ে বিশ্বের বুকে একটি উদাহরণ তৈরি করতে প্রস্তুত ডেনমার্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।