দেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম এক লাফে ৭১ শতাংশ বেড়ে গত কয়েক বছরের মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর মিশর ও চীন থেকে চট্টগ্রামে বন্দর এসে পৌঁছেছে তিন লাখ ৬৪ হাজার কেজি পেঁয়াজ। মিয়ানমার থেকেও মঙ্গলবার এসেছে ৫ লাখ ৬৯ হাজার ৭৩০ কেজি পেঁয়াজ।
এদিকে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের বাজার মনিটরিংয়ের কারণে হিলি স্থলবন্দরে একধাক্কায় কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে আমদানি করা পেঁয়াজের দাম।
বন্দরের আড়ত ও খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পেয়াঁজ বিক্রি হচ্ছে। বন্দরের আড়তগুলোতে মজুদ করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয়ায় দাম দ্রুত কমছে বলে জানিয়েছেন আড়তদাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।