স্পোর্টস ডেস্ক: এজেন্ট জর্জ মেনডেস ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পিএসজির কাছে প্রস্তাব পেশ করলেও তাতে রাজী হয়নি ফরাসি জায়ান্টরা। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ এই সুপারস্টারকে দলে টানতে কার্যত চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট কোনও দলই আর আগ্রহী নয়।
৩৭ বছর বয়সী রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান বলে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চেয়েছিলেন। যদিও তার সাথে ইউনাইটেডের চুক্তি আরো এক বছর বাকি আছে।
পিএসজি স্পোর্টস ডিরেক্টর লুইস ক্যাম্পোস ও ক্লাব সভাপতি নাসের আল-খেলাফির সাথে মেনডেস নাম্বার সেভেনের ব্যপারে আলোচনা করেছিলেন। ক্যাম্পোস গ্রীষ্মে ফরাসি রাজধানীতে আসার আগে দীর্ঘদিন ধরে মেনডেসের সাথে সুসম্পর্ক ছিল। আল-খেলাফির সাথেও খেলোয়াড় চুক্তির বিষয়ে মেনডেসের ভাল যোগাযোগ ছিল। পোর্তো থেকে ভিটিনহাকে সম্প্রতি দলে নিতে পিএসজিকে সহযোগিতা করেছেন মেনডেস।
একটি সূত্র নিশ্চিত করেছে এই মুহূর্তে রোনাল্ডোকে দলে নিতে মোটেই আগ্রহী নয় পিএসজি। বিশেষ করে রোনাল্ডোকে দলে নিতে যে পরিমান অর্থ ব্যয় করতে হবে তা কোনভাবেই বহন করার মত অবস্থা পিএসজির নেই। একইসাথে দলেও রোনাল্ডোকে খেলানোর মত পজিশন নেই। নতুন ম্যানেজার ক্রিস্টোফে গালটিয়ার নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আছেন। সাবেক এই নিস ম্যানেজার ইতোমধ্যেই নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে একসাথে খেলানোর ফর্মেশন নিয়ে দু:শ্চিন্তায় রয়েছে। এদের সাথে রোনালদোর জন্য জায়গা খুঁজে পাওয়া অসম্ভব।
এবারের গ্রীষ্মে এনিয়ে প্রথম ক্লাব হিসেবে রোনালদোকে না করেনি পিএসজি। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই সুপারস্টাকে দলে নিতে অস্বীকৃতি জানিয়েছে বায়ার্ন মিউনিখও। যদিও চেলসি ম্যানেজার থমাস টাচেল এ ব্যপারে আগ্রহ দেখিয়েছে। শিগগিরই মেনডেস ও ব্লুস মালিক টড বোহলির সাথে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে ইউনাইটেডের ট্রান্সফার মার্কেটের দূর্বলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো। যদিও ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হাগ রোনালদোকে দলে রাখতে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন। এ সম্পর্কে টেন হাগ বলেন, ‘রোনাল্ডোর জন্য আমরা ইতোমধ্যেই সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছি। আমি তার সাথে কাজ করতে মুখিয়ে আছি। ক্রিস্টিয়ানো বিক্রির জন্য নয়, সে আমাদের সাথেই আছে। আশা করছি সবাই মিলে একসাথে ভাল কিছু করতে পারবো। আমি তার সাথে এ ব্যপারে কথা বলেছি। আমি নিশ্চিত এই আলোচনায় সে খুশী হয়েছে।’
পারিবারিক কারনে ইউনাইটেডের প্রাক মৌসুম থাইল্যান্ড সফরে যাননি রোনালদো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।