স্পোর্টস ডেস্ক: মরুর বুকে পুরোদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এরই মধ্যে হঠাৎ করেই একটি ম্যাচের সূচি বদলে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এবারের আসরের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৮ অক্টোবর। একই দিনে দুটি ম্যাচ থাকলে সাধারণত একটি ম্যাচ খেলা হয় দুপুরে, অন্যটি সন্ধ্যায়। তবে এবার আর তেমনটি হবে না। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে মাঠে গড়াবে দুই ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, লিগ পর্বের শেষ দিন একই সময় দুটি ম্যাচ হবে। সে দিন প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু তার বদলে সেই ম্যাচটি হবে রাত ৮টা থেকে। একই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড? জানা গেছে কোনো দল যেন আগেই ফল জেনে রান রেটের হিসাব কষে খেলতে না পারে তাই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এখন বেশ গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলে। প্লে অফে যাওয়ার লড়াই থেকে কাগজে কলমে ছিটকে যায়নি কেউ। ধোনির চেন্নাই সুপার কিংস ছাড়া বাকিদের মধ্যে লড়াইটা হতে পারে শেষদিন পর্যন্ত। তাই একই সময়ে শেষ দুই ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ম্যাচের সূচি বদলের পাশাপাশি গভর্নিং কাউন্সিলের বৈঠকে আরও একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই জানা গিয়েছিল যে, বর্তমান ৮ ফ্রাঞ্চাইজির জায়গায় নতুন করে আরও দুই ফ্রাঞ্চাইজি যুক্ত করা হবে। অর্থাৎ ১০ দলের অংশগ্রহণে হবে আইপিএল। এবার জানা যাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে দেওয়া হবে।
দরপত্র জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিসিসিআই ন্যূনতম দর রেখেছে দুই হাজার কোটি টাকা। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আহমেদাবাদ, লখনৌ, গুয়াহাটি ও কটকের মতো শহরের নাম শোনা যাচ্ছে।
এ ছাড়া জানা যাচ্ছে যে, আইপিএলের ২০২৩ থেকে ২০২৭ সালের মিডিয়া স্বত্বের জন্য নিলামও ডাকা হবে একই দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।