প্রথমবারের মতো যেভাবে পাল্টা আক্রমণ চালাচ্ছেন ইউক্রেনের সেনারা

ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ড সোমবার জানায় খেরসনে অবস্থানরত রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

তিনি এই পাল্টা আক্রমণকে ‘বহুল কাঙ্খিত’ বলে উল্লেখ করেছেন।

তাছাড়া ইউক্রেনের সেনারা কিভাবে খেরসনসহ দক্ষিণের অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছেন সে বিষয়টিও জানিয়েছেন।
ইউক্রেন
সাবেক প্রেসিডেন্ট বলেছেন, গোলাবর্ষণ ও মিসাইল হামলার মাধ্যমে চলছে পাল্টা আক্রমণ।

এ ব্যাপারে সিএনএনকে পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, ফেব্রুয়ারি ২০২২ সালের পর প্রথমবারের মতো ইউক্রেনের সেনারা পশ্চিমা অস্ত্র, পশ্চিমা হিমার্স এবং পশ্চিমা মিসাইল একসঙ্গে একত্রিত করেছে এই পাল্টা আক্রমণের জন্য।

এদিকে গত ছয় মাসের মধ্যে এবারই প্রথমবারের মতো রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। এতদিন তারা ছিল রক্ষণাত্বক অবস্থানে। এখন আক্রমণাত্বক অবস্থানে চলে গেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েকদিন আগে জানানো হয়, যুদ্ধের সম্মুখভাগে মোতায়েন করার মতো পর্যাপ্ত সেনা এখন রাশিয়ার কাছে নেই। আর এমন খবর প্রকাশিত হওয়ার পরই ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করেছে।

যে খেরসন পুনর্দখল করার জন্য ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ শুরু করেছেন সেই খেরসন ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে প্রবেশ করেই দখল করে ফলে রুশ সেনারা। এরপর খেরসন তাদের দখলেই রয়েছে। কিন্তু ইউক্রেনের সেনাদের টানা কয়েকটি হামলায় খেরসনে দুর্বল হয়ে যায় রুশ সেনাদের অবস্থান। এরপরই ইউক্রেনীয় সেনারা খেরসন স্বাধীন করার মিশন শুরু করেছে।

সূত্র: সিএনএন

ব্রিটেনে খোঁজ মিলল হারিয়ে যাওয়া গ্রামের