স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে সবশেষ ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলেন মোহাম্মাদ নবী। এর আগে টি-২০ অলরাউন্ডারদের র্যাংকিংয়ের অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের পিছনে ছিলেন তিনি। তবে এবার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠলেন নবী।
মানসিক অবসাদের কারণে গত মাসে অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজের মাঝপথেই ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিদায় নেন ম্যাক্সওয়েল। ক্রিকেটকে সাময়িক বিদায় দেওয়ার পরই র্যাং কিংয়ের শীর্ষস্থান হারিয়ে বসলেন তিনি।
Advertisement
৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন নবী। ৩৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যাক্সওয়েল। ২৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


