জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মজুমদার উপদেষ্টার মর্যাদা পাবেন।
১৯৫০ সালে জন্ম নেওয়া মজুমদার ১৯৭৭ সালের ১১ ফেব্রুয়ারি প্রশাসন ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
মজুমদার ১৯৯৭ সালে সিলেট জেলা ও কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে মজুমদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৬ সালের ৩১ অক্টোবর মজুমদার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিযুক্ত হন। ২০০৬ সালের ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিবও হন।
২০০৭ সালের মে মাসে তিনি বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের পদমর্যাদা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেন।
এরপর ২০০৭ সালের ১৯ নভেম্বর মেয়াদ এক বছর বাড়ানো হয়।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সরকারি হেফাজত থেকে গায়েব হয়ে যাওয়ার বিষয়টি তিনিই প্রকাশ করেছিলেন।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ এই সাবেক আমলা। মজুমদার ২০০৮ সালের ২৮ নভেম্বর সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন।
এই সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব, বললেন মির্জা ফখরুল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।