চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে যথাযোগ্য মর্যাদায় এবং শোকাবহ পরিবেশে আজ (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রেক্টর, প্রেসিডেন্সি এডুকেশন ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব।
অনুষ্ঠানমালায় ছিল জাতির জনক বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা।
অনুষ্ঠানে মুজিব বর্ষে প্রেসিডেন্সির নানা আয়োজন নিয়ে একটি প্রামাণ্য চিত্র পরিবেশিত হয় এবং মহান দিবসকে উপজীব্য করে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অবিচ্ছেদ্য, হয়ত আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে নেই কিন্তু তাঁর আদর্শ রয়ে গেছে। আমাদের উচিত জাতির জনকের আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়া।’
তিনি ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে রেক্টর, প্রেসিডেন্সি এডুকেশন ড. ইমাম হাসান রেজা বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চরিত্র শিক্ষকদের অন্তরে ধারণ করে শিক্ষার্থীদের মাঝে তা প্রতিফলিত করতে হবে।’
সবশেষে কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্কুল উপাধ্যক্ষবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।