জুমবাংলা ডেস্ক : রাজধানীর বনানীর টিএন্ডটি মাঠে পরিত্যক্ত ও ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে তৈরি বস্তুর এক অভিনব প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে ৩১ লাখের বেশি পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও বোতলের মুখ দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। এর আয়োজন করেছে ‘বিডি ক্লিন’ নামের একটি সংস্থা।
সরেজমিন দেখা গেছে, বোতলের মুখ ব্যবহার করে বানানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তার পাশে বোতলের মুখ দিয়ে লেখা ‘তোমার হাতে গড়া বাংলাদেশ, দূষণকে বলি না, ময়লা হবে নিঃশেষ’। তার পাশেই বোতলের মুখ ব্যবহার করে বানানো হয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। তার পাশে লেখা ‘বাংলাদেশ করতে পরিষ্কার, বিডি ক্লিন তরুণ এক একজন টাইগার।’
মাঠের এক পাশে বোতল ব্যবহার করে বানানো হয়েছে ৭১ ফুট লম্বা নৌকা। তার পাশেই বোতলের মুখ দিয়ে বানানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র। এছাড়াও প্রদর্শনীতে আরও আছে বোতলের তৈরি বিভিন্ন খেলনা, গয়না, ঘর সাজানোর নানা উপকরণ। সোমবার (২৩ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছে বোতল ও বোতলের মুখের নানা কারুকার্যের মাধ্যমে।
বিডি ক্লিনের আঞ্চলিক কো-অর্ডিনেটর মোহাম্মদ মারুফ হোসেন বলেন, শুধুমাত্র প্লাস্টিক নয়, সমস্ত ধরনের দূষণ থেকে মানুষকে সচেতন করা, মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে পরিষ্কার- পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে সচেতন করা আমাদের মূল লক্ষ্য। মানুষ যে কয়টি উপায়ে পরিবেশ দূষণ করে তার মধ্যে সব থেকে বিপদজ্জনক হচ্ছে প্লাস্টিক। সেজন্য প্লাস্টিক নিয়ে আমাদের এই প্রদর্শনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।