স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যক্তিগত কাজে দুবাই সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।
গত রবিবার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তখন জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণের কথা। তবে পরে নিশ্চিত হওয়া গেছে একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনী কাজে দুবাই গিয়েছেন তিনি।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমে রীতিমতো বোমা ফাটিয়ে গেছেন সাকিব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দুই সিরিজের দলেই রাখা হলেও, তিনি জানান এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মানসিক অবস্থা নেই তার।
যা নিয়ে গত তিনদিন ধরে হয়েছে নানান আলোচনা, সমালোচনা। শেষ পর্যন্ত অবশ্য জয় হয়েছে সাকিবেরই। তিনি শুধু দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চাইলেও, বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকেই বিশ্রাম দিয়েছে।
প্রায় দুই মাসের এই ছুটির কারণে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা হবে সাকিবের। যা কি না ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের জন্য এক অপূরণীয় ক্ষতিই বটে। সাকিবকে অল্প কয়েক ম্যাচের জন্য হলেও প্রিমিয়ার লিগে পেতে চাইছে মোহামেডান।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিক আবেদন করার সম্ভাবনা রয়েছে মোহামেডানের। সাকিবের বিশ্রামের এই ইস্যুতে নিজেদের অবস্থান ও চাওয়া সম্পর্কে বিসিবিকে জানানোর জন্য আজ দুপুরে বৈঠকে বসেছেন মোহামেডানের ক্লাব কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।