স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলবেন। হোম সিরিজে তাকে পেয়ে খুশি বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজের জন্য গতকাল চট্টগ্রামে অনুশীলন শুরু করেছেন টাইগাররা। যদিও সেই অনুশীলনে ছিলেন না সাকিব। সিরিজের আগে দুই দিনের ছুটিতে আছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্র থেকে আজ মঙ্গলবার (১০ মে) দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটিয়ে আজ আবারও দেশে ফিরছেন তিনি। এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার।
ইংল্যান্ডের কাউন্টিতে ইয়র্কশায়ারের হয়ে খেলছিলেন লঙ্কানদের অধিনায়ক দিমুথ করুণারত্নে। লন্ডন থেকে এসেছেন তিনি। চামিকা করুণারত্নে এসেছেন ভারত থেকে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন ডানহাতি এই পেসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।