ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো। এ ঘোষণায় এখন পর্যন্ত মোট ১৫৮টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত বলে গণনা করা হচ্ছে।
পাক মিডিয়া দ্য ডন জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক সভার পঞ্চম দিনে গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন। এর আগেই জাতিসংঘ অধিবেশনে আগমুহূর্তে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।
সংসদীয় প্রক্রিয়ার স্মরণ করিয়ে লুকা বেকারি বলেন, গত ১৫ মে আমাদের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে চলতি বছরের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজ আমরা এই সম্মানিত পরিষদের সামনে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি—সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
তার এই ঘোষণাটি উপস্থিত শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিক করতালির মাধ্যমে স্বাগত জানান।
বেকারি আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের অধিকার; এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়।তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক বিপর্যয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তা ‘অসহনীয়’ এবং ‘আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি’ হিসেবে অভিহিত করেন।
অপরাধের ও মানবিক বিপর্যয়ের মোকাবেলায় তিনি তৎক্ষণাৎ এবং স্থায়ী যুদ্ধবিরতি, পূর্ণ নিরাপত্তা এবং ত্রাণ সহায়তার অবাধ প্রবেশাধিকার দাবি করেন এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের অবৈধ বসতির নির্মাণ বন্ধের অনুরোধ জানান।
বেকারি বলেন, নির্বিচারে বোমাবর্ষণ, অনাহার এবং বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তিকে কোনোভাবেই সমর্থন করা যায় না।
কাড়াকাড়ি করে প্রশাসনে লোক নিয়োগ করিয়েছে বিএনপি-জামায়াত: তথ্য উপদেষ্টা
হত্যা ও গণহত্যা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর একটি সম্মিলিত প্রক্রিয়া গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি আমরা ঐক্য ও দৃঢ়তার সঙ্গে কাজ না করি, তাহলে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাসকারী দুটি জনগোষ্ঠীর স্বপ্ন হারিয়ে যাবে। এই অন্ধকার সময়ে আমাদের দায়িত্ব আরও জরুরি হয়ে উঠেছে।
সূত্র: দ্য ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।