লাইফস্টাইল ডেস্ক : চারিদিকে শীতের আবহ বিরাজ করছে। কোথাও বেশি আবাও কোথাও কম শীত অনুভূত হচ্ছে। বাজারে শীতের সব্জির ছাড়ছড়ি। আর শীতকাল মানেই তো ফুলকপির নানা তরকারি। কিন্তু জানেন কি, ফুলকপিতে রয়েছে দুর্দান্ত কিছু গুণও। এক ঝলকে জেনে নিন, ফুলকপি খেলে কী কী উপকার হয়-
১) কোলেস্টেরল কমে- নিয়মিত শীতকালে যদি ফুলকপি খান তাহলে, কমবে আপনার কোলেস্টেরল।
২) ওজন কমায়- ফুলকপি কিন্তু আপনাকে ওজন কমাতেও সাহায্য করে।
৩) হাড় এবং দাঁতের শক্তি বাড়ায়- ফুলকপি খেলে দাঁতের এবং হাড়ের জোর বাড়ে। অর্থাৎ, দাঁত এবং হাড় আরও বেশি শক্তিশালী হয়।
৪) ক্যান্সার প্রতিরোধ করতে পারে- ফুলকপি ক্যান্সার রোগকে প্রতিহত করতে পারে।
৫) হার্টের জন্যও ভালো- ফুলকপি খেলে আপনার হার্ট সতেজ এবং ভালো থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।