জুমবাংলা ডেস্ক : গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ফেনীর স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন বলেন, জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার প্রায় সব এলাকা তলিয়ে গেছে।
পানিবন্দিদের উদ্ধারে সহায়তা করছেন সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা।
ফেনীর জেলা প্রশাসক শাহীন আক্তার বলেন, ফেনীর যে সব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়েছে গেছে আমাদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পানিবন্দিদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান মিজ. আক্তার।
বন্যাদুর্গত তিন উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।-বিবিসি বাংলা
বসুন্ধরার সোবহান, আনভির ও ৭১ টিভির মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের নামে হত্যা মামলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।