আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার থেকে দেশটির রাজধানী তেহরানসহ আরো কয়েকটি প্রদেশে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অজ্ঞাতনামা একটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, দেশে ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা উন্মুক্ত করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে সংস্থাটি অঅরো জানায়, নিষিদ্ধ হওয়া ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার জন্য নিরাপত্তা বাহিনী নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে হরমোজগান, কেরমানশাহ, আরাক, মাশহাদ, কোম, তাবরিজ, হামাদান এবং বুশেহ্র প্রদেশসহ তেহরানের কিছু অংশে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। ইয়ন, আল আরাবিয়া, রয়টার্স
তেহরান থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত স্থপতি টেলিফোনে জানান, ‘ঘন্টাখানেক আগে আমরা ইন্টারনেট সংযোগ ফিরে পেয়েছি।’ ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার কারণে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোষ্ট করে বাড়তি জণসমর্থন পেতে ব্যর্থ হয়েছে। এছাড়া অন্যান্য প্রদেশের বিক্ষোভের অবস্থা সম্পর্কেও তারা পর্যাপ্ত তথ্য পায় নি। এদিকে ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রক সংস্থা নেটব্লকস জানায়, দেশ ইন্টারনেটের সংযোগ চালু করা হলেও তা একেবারেই আংশিক। সারা দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ১০ ভাগ এই সুযোগ পাচ্ছে আপাতত।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের লাগাম টেনে ধরতে ইরান সরকার দেশে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। গত কয়েক দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ১০০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে। যদিও ইরান সরকার নিহতের এই সংখ্যাকে অনুমান নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে। রেভুলেশনারি গার্ডও দেশে শান্তি ফিরে এসেছে বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


