আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিতে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ঘটনার দুই সপ্তাহও পার হয়নি। এর মধ্যেই আবারও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবারও ভারী বৃষ্টি ও বজ্রপাত হলো। টানা বৃষ্টিতে আজ বৃহস্পতিবার অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক করা হচ্ছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, বুধবারই এ ব্যাপারে সতর্ক করে দেয় আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডাইজেস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (এনসিইএমএ)। যদিও গত মাসের চেয়ে এই বৃষ্টি এতটা বেশি নয়।
তবে, বৃষ্টির কারণে বৃহস্পতিবার অনেক ফ্লাইল বাতিল করে দেয় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে দেয় দুবাই বিমানবন্দর।
বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচলেও ধীরগতি। সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান বাসায় থেকেই কাজ করার জন্য কর্মীদের জানায়। আগামীকাল শুক্রবারও এই অবস্থা থাকবে বলে জানা যায়। এর আগে বুধবারও অনেক ফ্লাইট বাতিল করে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর।
গত ১৬ ও ১৭ এপ্রিল রেকর্ড ভাঙা ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মরুভূমির দেশটিতে এক বছরের গড় বৃষ্টিপাত হয় ৯৪ মিলিমিটার। সেখানে দুদিনে বৃষ্টিপাত হয়েছে ২৫৯ দশমিক ৫ মিলিমিটার।
বৃষ্টিতে তলিয়ে যায় আরব আমিরাতের রাস্তা। এতে করে বন্ধ করে দিতে হয় বিমানবন্দর। সম্প্রতি স্বাভাবিক হয়েছে বিমানবন্দরের কার্যক্রম।
সংযুক্ত আরব আমিরাত আবহাওয়া বিভাগ বলছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ‘ক্লাউড সিডিং’কে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ।
তবে, এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দুবাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।