ফেসবুকের নিরাপত্তার জন্য যেসব বিষয় উপেক্ষা করা উচিত নয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনার Facebook অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু অতিরিক্ত স্টেপ মেনে চলতে হবে। নিজের অ্যাকাউন্টকে রক্ষা করার জন্য আপনার এ বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখা উচিত।

প্রথমে আপনি Settings > Security এবং Login অপশনে চলে যাবেন। Two-Factor Authentication চালু করুন। আপনার সমস্ত অ্যাকাউন্টে 2FA প্রয়োগ করা ( নতুন উইন্ডো সামনে আসবে) একটি ভাল চর্চা। এর অর্থ হল যদি কেউ একটি নতুন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চায়, তবে তাদের আপনার পাসওয়ার্ড এবং অ্যাপ দ্বারা তৈরি পাঠানো কোডের প্রয়োজন হবে৷

অচেনা লগইন সম্পর্কে সতর্কতা পেয়ে যাবেন। যদি কেউ একটি অচেনা ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে, Facebook আপনাকে সাথে সাথে অবগত করবে। অনেক  সময় হ্যাকাররা ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে আপনার ফেসবুকে লগিনের চেষ্টা করবে। ফেসবুকের কল্যাণে আপনি তা জানতে পারবেন ও নিজের অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবেন।

আপনার অ্যকাউন্ট লক হয়ে গেলে ৩-৫ জন বিশ্বস্ত বন্ধুর সহায়তায় আপনি সমস্যার সমাধান করতে পারেন৷ আপনার পাসওয়ার্ড ভুলে গেলে বা আপনার মোবাইল ডিভাইস হারিয়ে গেলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পুনরুদ্ধার করতে এটার দরকার হবে। অসাধু ব্যক্তিদের ভুল পদক্ষেপের ফলে অ্যাকাউন্ট লক হতে পারে। তখন ফেসবুক বিশ্বস্ত বন্ধুর সহায়তায় এটি পুনরুদ্ধার করার সুযোগ দেয়।

আপনার ফেসবুক পোস্ট কে দেখতে পারবে এবং কে দেখতে পারবে না এ বিষয়টি আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন। ফেসবুকের নিরাপত্তার জন্য এটা দরকারি বৈশিষ্ট্য। কেননা অনেকেই আপনার পোস্ট এ আজেবাজে কমেন্ট করতে পারে, আপনাকে নিয়ে সমালোনা বা ঠাট্টা-বিদ্রুপ করতে পারে। কাজেই তাদের কথা চিন্তা করে রেস্ট্রিকশনের ব্যবস্থা রাখা হয়েছে।

আপনার আত্নীয় ও ক্লাসের বন্ধু যারা অনেক বেশি কথা বলে তাদের আপনি পছন্দ না করলেও ফেসবুক থেকে আনফ্রেন্ড করতে পারবেন না। এতে তারা ক্ষিপ্ত হতে পারে বা তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। আপনি চান না তাদের কোন পোস্ট আপনার নিউজ ফিডে আসুক। এজন্য আপনি তাদের Unfollow করতে পারেন। এটাই বেস্ট অপশন। তারা ফেসবুকে ফ্রেন্ড হিসেবে থাকবে তবে তাদের কোনকিছুই আপনার নিউজ ফিডে আসবে না।