ফ্ল্যাট রেজিস্ট্রেশন ও বিদেশ ভ্রমণের খরচ বাড়ল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপ বা আগের চেয়ে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে কিছু জিনিসের দাম আগের চেয়ে বাড়তে পারে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা।

এরপরও ঘাটতি থাকবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি রাখতে চায় ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে।

প্রস্তাবিত বাজেটে খরচ বাড়বে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ও বিদেশ ভ্রমণের।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) এলাকায় জমি নিবন্ধনের ট্যাক্স বিদ্যমান ৩ শতাংশ ও ৪ শতাংশ থেকে বেড়ে যথাক্রমে ৪ শতাংশ ও ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ফ্ল্যাট বিক্রিতে বিদ্যমান গেইন ট্যাক্স বাড়ানো হয়েছে। এতে উভয় ক্ষেত্রে বাড়তি খরচ গুণতে হবে।

এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে বাড়তি করের চাহিদা মেটাতে বিদেশগামী যাত্রীদের ওপর ৩০০-৫০০ টাকা বাড়তি কর আরোপ করা হয়েছে। এতে বিদেশে যাওয়া-আসার খরচ বেড়ে যেতে পারে।