জুমবাংলা ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এর বাংলা একাডেমি চত্বরে অবস্থিত চীনা প্যাভিলিয়ন বই বিক্রয়ের পাশাপাশি সংস্কৃতি বিনিময় কেন্দ্রে পরিণত হয়েছে। বিভ্ন্নি বয়সের মানুষ বিশেষ করে তরুণরা প্রতিদিনই এই প্যাভিলিয়নের সামনে জড়ো হয়ে চীন সম্পর্কিত বিভিন্ন বই দেখছেন।
বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস এবং চীন মিডিয়া গ্রুপ যৌথভাবে প্রথমবারের মতো চলতি বছরের বইমেলায় স্টল স্থাপন করেছে।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের তৃতীয় সচিব ঝা মিংওয়ে ইউএনবিকে বলেন, ‘বই বিক্রি করা আমাদের প্রধান অগ্রাধিকার নয়। যেহেতু বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক প্রতিনিয়িত ভালো হচ্ছে, তাই বাংলাদেশি পাঠকদের চীন সম্পর্কে সহজে জানাতে আমরা দায়বদ্ধ।’
তিনি বলেন, অনেক দর্শনার্থী শিশুদের জন্য চীনের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কিত বই কিনতে আমাদের স্টলে জড়ো হচ্ছেন। তাই আমরা অন্যান্য সময়ের চেয়ে কম মূল্যে বই সরবরাহ করছি।
বইয়ের পাশাপাশি বিভিন্ন চীনা উপহারসামগ্রীও বিক্রি হচ্ছে প্যাভিলিয়নটিতে।
এই উদ্যোগের প্রশংসা করে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অনেক মানুষ কাজ করছে। আবার চীনেও বাংলাদেশি শিক্ষার্থী ও শ্রমিক বাড়ছে।
বইমেলায় চীনা স্টল স্থাপনের পদক্ষেপ উভয় দেশের জন্যই সহায়ক হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।