নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে শ্রম ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় কারখানার সামনে থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।
প্রসঙ্গত, ডার্ড কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড গত ১১ জুন ২০২৩ তারিখ থেকে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানাটি বন্ধ রেখেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ডার্ড কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের মালিক মো. ইতেমাদ্দৌলা বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। শ্রম ভবনে বর্ণিত কারখানাসহ ডার্ড গ্রুপের আরো ৪টি কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট প্রশাসন এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।