বিনোদন ডেস্ক : ভালোবাসায় দেশ, ধর্ম কোনোকিছুই বাধা হতে পারে না তা আবারও প্রমাণ করল যশরাজ চোপড়া নির্মিত প্রেমের গল্প ‘বীর-জারা’। সিনেমাটি সম্প্রতি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ভারতীয় ও পাকিস্তানির প্রেমের এ গল্প আবারও হৃদয় ছুঁয়েছে দর্শকদের। যে কারণে বক্স অফিস আয়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে সিনেমাটি।
দীর্ঘ ২০ বছর আগে ২০০৪ সালে প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানি মুখার্জি অভিনীত সিনেমা ‘বীর- জারা’। এরপর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতীয় প্রেক্ষাগৃহে ও বিদেশি প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় সিনেমাটি।
সর্বশেষ চলতি বছর ১৩ সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় বীর-জারা। এবারও পর্দায় ভারতীয় ও পাকিস্তানির প্রেম কাহিনি দেখতে হলে ছুটে দর্শক।
স্যাকনিল্ক-র এক প্রতিবেদন বলছে, ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত দেশে ও বিদেশে যতবার প্রেক্ষাগৃহে এ সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে তার হিসাব করলে সিনেমাটির বক্স অফিস মোট আয় দাঁড়ায় ১০১ কোটি ৭৫ লাখ রুপির বেশি।
এ হিসাবে দীর্ঘ ২০ বছরে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। সময় পেরিয়ে এখনও দর্শক হৃদয়ে জনপ্রিয় এ সিনেমাটি।
বীর-জারা সিনেমায় গল্প এগিয়ে গেছে একজন ভারতীয় নাগরিক রেসকিউ পাইলট বীর প্রতাপ সিং (শাহরুখ খান)-কে কেন্দ্র করে। যার প্রাণ ছিলেন পাকিস্তানি নাগরিক জারা হায়াত খান ( প্রীতি জিনতা)।
সিনেমায় দেখানো হয় বীরের প্রতি ভালো লাগা কাজ করে জারার। কিন্তু দেশ ও ধর্মের পার্থক্য থাকায় জারার পরিবার তা মেনে নেয়নি। জারার পরিবারের এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় বীর। তিনি জারার জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে এরপরই কাহিনির টুইস্ট শুরু হয়। পর্দায় দর্শক দেখতে পান, জারার হবু পাকিস্তানির স্বামীর ষড়যন্ত্রে বীর স্বেচ্ছায় পাকিস্তানে কারাবন্দি হয়ে যান।
দীর্ঘ সময় পর সে কারাবন্দির কেস লড়তে আগ্রহী হয়ে ওঠেন পাকিস্তানি উকিল সামিয়া সিদ্দিকী (রানি মুখার্জি)। তারপর পর্দায় একে একে আসতে শুরু করে অসংখ্য ইমোশনাল (আবেগপ্রবণ) দৃশ্য। আর এসব দৃশ্যের টানেই দর্শক হৃদয়ে এখনও জনপ্রিয় ‘বীর-জারা’ সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।