
কিশোরীর চাচা জানান, পবিত্র ঈদুল ফিতরের দুইদিন পর লম্পট আকাশ মোল্লা তার ভাতিজিকে প্রাইভেট পড়ে ফেরার সময় মহাদেবপুরের কাদের মন্ডলের পরিত্যক্ত আধাপাকা টিনের ঘরে নিয়ে জোরপূর্বক ধ’র্ষণ করে। পরে ধ’র্ষণের বিষয় কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
ধর্ষিতার চাচা আরও জানান, তার ভাতিজির বুদ্ধি একটু কম এবং সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা ঘটনা ঘটার প্রায় দুই মাস পর বিষয়টি জানতে পারে। সে সময় পরিবার মেয়েটিকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা। পরে স্থানীয়ভাবে জনপ্রতিধিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা আর হয়নি।
মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, ধ’র্ষণের বিষয়ে তারা স্থানীয়ভাবে কিছু দিন আগে একটি সালিশ করেছিলেন এবং তখন তাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে কি হয়েছে তা জানেন না তিনি।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মিজানপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ধ’র্ষণের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



