Advertisement

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত নেতারা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে দক্ষিণের নবনির্বাচিত কমিটি শ্রদ্ধা জানায়।
গত বছরের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন একসঙ্গে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণে আবু আহমেদ মন্নাফীকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার অপেক্ষায় ছিলেন তারা। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



