জুমবাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারন সম্পাদক নোমান বখত পলিন।
আজ সকালে (১৭ ফেব্রুয়ারী) নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ ও টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন ছাতক জেলা পৌর মেয়র ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কালাম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, এফবিসিসিআই পরিচালক সুজীব রনজন দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাশ, সাবেক তথ্য গবেষণা সম্পাদক শামীম চৌধুরী, সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধ চৌধুরী, সাবেক জেলা আওয়ামী লীগের আজাদুল ইসলাম রতন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নজরুল ইসলাম, জন্ঠু তালুকদার, শফিকুল ইসলাম, আফজাল হোসেন, এ্যাডভোকেট শুকুর আলী, এ্যাডভোকেট সান মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুসনা হুদা, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইমা, যুগ্ম সাধারন সম্পাদক সেলিনা আবেদিন।
আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেব চৌধুরী, শ্রমিকলীগ নেতা রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে,সহ-সভাপতি লিখন আহমেদ, সহ-সভাপতি শামসুল আবেদিন রাজন, সহ-সভাপতি ফাহিম আহমদ প্রমুখ।
সাবেক এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় তাদেরকে স্বাগত জানান টুঙ্গিপাড়া জেলা আওয়ামী লীগ ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।