জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত নৈশভোজে যোগ দেন। খবর বাসসের।
সফররত মালদ্বীপের প্রেসিডেন্টের সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতি এ নৈশভোজের আয়োজন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকা সফর করছেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে পৌঁছেন।
নৈশভোজে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বেশ কয়েকজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


