বনানীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে

জুমবাংলা ডেস্ক : রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

রবিবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিনি জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালী গোডাউন বস্তিতে লাগা আগুন বিকেল ৫টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়।

আগুনের ঘটনায় প্রায় দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বস্তিবাসী। এ আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন বস্তির অনেকে।

এর আগে, রবিবার বিকেল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

তামাক নিরুৎসাহিত করতে মূল্যবৃদ্ধির উদ্যোগ নেব : পরিবেশমন্ত্রী