স্পোর্টস ডেস্ক: গেল গ্রীষ্মেই ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে চেয়েছিলেন তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই ফরাসি দলটির নেই। রিয়াল মাদ্রিদের ১৬০০-২০০০ কোটি টাকার তিনটি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল দলটি। সেই এমবাপ্পে আসছে গ্রীষ্মে হয়ে যাচ্ছেন ‘ফ্রি এজেন্ট’। নতুন চুক্তিতে সই করিয়ে লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে রাখার জন্য তাকে এবার ‘ব্ল্যাংক চেক’ দিয়ে বসেছিল পিএসজি। এমবাপ্পে সে প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।
এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। তবে পিএসজি তাকে ছাড়তে আগ্রহী নয় আদৌ। অনেক দিন ধরেই নতুন চুক্তির প্রক্রিয়া চলছে। তবে মিলছে না এমবাপের সম্মতি। দিন কয়েক আগে এক প্রতিবেদনে উঠে এসেছিল, এমবাপ্পেকে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় বানাতে চায় পিএসজি। তবে মেসি সতীর্থ তাতে রাজি হননি।
পিএসজি তাতেও হাল ছাড়েনি। এবার দিয়ে বসেছিল ফাঁকা চেকের প্রস্তাব। যাতে সই করলে সব মিলিয়ে প্রতি মৌসুমে অন্তত ৯০০ কোটি টাকা পেতেনই তিনি। মার্কা জানাচ্ছে, এই প্রস্তাবেও এমবাপ্পের সম্মতি আদায় করতে পারেনি ফরাসি পরাশক্তিরা।
শুধু ব্ল্যাংক চেকই নয়। এমবাপ্পেকে দেওয়া হয়েছিল একটা শক্তপোক্ত ক্রীড়া প্রকল্পের নকশাও। এমবাপ্পের মন তাতেও গলেনি একটু।
মার্কা জানাচ্ছে, সবশেষ প্রস্তাবে অভিনব আরও দুটো দিকও ছিল। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তাকে ধরে রাখা। এরপর তাকে ক্লাব ছেড়ে যাওয়ার স্বাধীনতা দেওয়া। আরেকটা পিলে চমকে যাওয়ার মতো খবর হচ্ছে, ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁও পিএসজির এই প্রচেষ্টায় শামিল হয়েছেন।
তবে যে কারণে এতকিছু, সেই এমবাপ্পের সম্মতি আদায় করতে পারছে না পিএসজি। গেল গ্রীষ্মকালীন দলবদল মৌসুমেই এমবাপ্পে দল ছাড়তে চেয়েছিলেন। তবে শেষতক ফরাসি দলটির প্রতি ভালোবাসায় পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাননি তিনি।
এখন পর্যন্ত ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা নিজেকে সব ধরনের আলোচনা থেকে দূরে রাখছেন। বেশ কয়েকবার বলেছেনও, যে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেননি, বরং বর্তমান মৌসুমেই মনোযোগ দিচ্ছেন তিনি। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সেটা করছেনও। সব মিলিয়ে লক্ষ্যভেদ করে-করিয়ে ৩৬টি গোলে অবদান রেখেছেন, নেইমার-মেসিদের দলে থেকেও তাদের ছাপিয়ে গেছেন সব দিক থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।