ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ফোন, যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন দেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। খবর দ্য গার্ডিয়ান’র।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান রাশিয়ার বরাত দিয়ে জানিয়েছে, পুতিন ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলেছেন, ইউক্রেন যেন আজভস্টালে আটকে থাকা তাদের সেনাদের নির্দেশ দেয়, অস্ত্র ফেলে দিয়ে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে।

রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীকে পুতিন আশ্বস্ত করেছেন, আজভস্টাল স্টিল কারখানায় আটকে থাকা বেসামরিক লোকদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে প্রস্তুত আছে রাশিয়া

তাছাড়া প্রেসিডেন্ট পুতিন ও ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হোলোকাস্ট নিয়েও কথা বলেছেন।

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেন জার্মান কুখ্যাত নাৎসি নেতা এডলফ হিটলারের শরীরে ছিল ইহুদি রক্ত।

এ বিষয়টি নিয়ে রাশিয়া ও ইসরাইলের মধ্যে সম্পর্কের টানপোড়েন দেখা দেয়। যদিও রাশিয়া পুতিন-বেনেট ফোন আলাপ নিয়ে যে বিবৃতি দিয়েছে সেখানে এ বিষয়টি উল্লেখ করেনি।