বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাঁচজন ব্রিটিশ এমপি, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের এক সদস্য ও এক মানবাধিকার আইনজীবী। তারা যুক্তরাজ্য সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস–এর চিঠিপত্র পাতায় প্রকাশিত এক চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বব ব্ল্যাকম্যান, জাস অ্যাথওয়াল, নিল কোয়েল, গুরিন্দর সিং এবং লিউক একহার্স্ট। তাদের সঙ্গে চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস স্মিথ অব লানফায়েস এবং আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইনজীবী স্টিভেন পাওলস।
‘বাংলাদেশিদের অধিকার’ শিরোনামে প্রকাশিত চিঠিতে তারা উল্লেখ করেন, “এক বছরের বেশি সময় আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমরা সেখানকার অবনতি ঘটতে থাকা মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
আইনপ্রণেতারা দাবি করেন, বাংলাদেশে বিচারব্যবস্থার ব্যর্থতা, জামিন না দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার, নির্বাচনে কিছু দলকে নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বেড়ে যাওয়ার মতো নানা অভিযোগের নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে।
চিঠিতে বলা হয়, “আমরা ব্রিটিশ সরকার, বিশেষ করে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO), জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই—তারা যেন ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা ও দায়মুক্তির অবসান নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ করে।”
তারা আরও বলেন, “নির্দিষ্ট সময়সীমার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার প্রতিষ্ঠা বাংলাদেশের গণতন্ত্র, জবাবদিহিতা ও আস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।”
ব্রিটিশ আইনপ্রণেতাদের এই যৌথ চিঠি যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের বর্তমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতিকে নতুনভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
‘বিশ্বের অস্থিতিশীল অবস্থা দূরীকরণে বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।