নূরজাহান গ্রামের গরিব মানুষকে নানা রকম সাহায্য-সহযোগিতা করতেন। কিন্তু সব সময় অতীত জীবনের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতেন। ভাবতেন পাপে ভরা তাঁর জীবন। কিভাবে মুক্তি মিলবে এ পাপ থেকে। একদিন শরণাপন্ন হন এক মাওলানা সাহেবের, তিনি তাঁকে একটি মসজিদ নির্মাণের পরামর্শ দেন। মাওলানা সাহেব বলেন, এতে আল্লাহ হয়তো বা ক্ষমা করে দিতে পারেন। সেই পরামর্শ মোতাবেক নূরজাহান মসজিদ নির্মাণের জন্য গ্রামের লোকদের সহযোগিতা চাইলেন। এতে এলাকাবাসী খুশি হলো। নূরজাহান জমি ও অর্থ দান করলেন। যথাসময় শুরু হলো মসজিদ নির্মাণের কাজ এবং সময়মতো তা শেষও হলো। ধার্য করা হলো মসজিদে প্রথম নামাজ পড়ার দিন। ওই নামাজে ইমামতি করবেন মসজিদ নির্মাণে পরামর্শ দানকারী সেই মাওলানা সাহেব এবং সম্পন্ন হলো দাওয়াত কার্যক্রম।
যথাসময়ে এলাকাবাসী ও ইমাম উপস্থিত হলেন মসজিদ প্রাঙ্গণে। উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে মাওলানা সাহেব কিছু বক্তব্য দিলেন। সেই বক্তব্যে তিনি উল্লেখ করলেন, নূরজাহানের অতীত জীবনের কথা, অতঃপর মসজিদ নির্মাণের ঘটনা। সঙ্গে সঙ্গে উপস্থিত সব মুসল্লি বলে উঠলেন, আমরা এ মসজিদে নামাজ পড়ব না, এটি নটীর মসজিদ। সবাই নামাজ না পড়ে চলে গেলেন। সেই থেকে আর কোনো দিন এ মসজিদে হয়নি আজান, হয়নি কোনো নামাজ, উচ্চারিত হয়নি আল্লাহু আকবার ধ্বনি।
সেই থেকে এলাকার লোকজন মসজিদটিকে নটীর মসজিদ বা বাইজি মসজিদ হিসেবে ডাকে। মসজিদটি নিয়ে নানা রকম কথা প্রচলিত থাকলেও মসজিদটি যে একজন বাইজির উপার্জিত অর্থে নির্মিত, এতে কারো সন্দেহ নেই। সেই থেকে নূরজাহান কাটিয়েছেন একাকিত্ব জীবন। আবার কারো মতে অপমানে আত্মহত্যা করেছিলেন এবং তাঁর নির্মিত মসজিদের পাশেই তাঁকে সমাহিত করা হয়েছে। সেই থেকেই মসজিদের পশ্চিম দিকের কিছু অংশ আজও ব্যবহৃত হচ্ছে কবরস্থান হিসেবে। প্রায় ২৫০ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই নটীর মসজিদ বা বাইজি মসজিদ। লেখক -মো. আসিফুর রহমান ভূঁইয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।