স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। যে ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান।
বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নেমে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করে সোহান বাহিনী। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবকে পেয়েও দল ভরাডুবিই দেখে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।
‘অটো চয়েজ’ খ্যাত পেসার মোস্তাফিজুর রহমানের স্থলে পেসার শরীফুল ইসলাম ও মেকশিফট ওপেনার সাব্বির রহমানের বদলে নাজমুল হোসেন শান্তকে নামানো হয়। সাকিব ফেরায় কপাল পুড়ে স্পিনার নাসুম আহমেদের।
সুযোগ পেয়ে দলীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলে তৃতীয় ম্যাচেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন শান্ত – তা বলা যায় নিশ্চিত। পেসার শরীফুলও খারাপ খেলেননি। তাই এ ম্যাচেও মোস্তাফিজকে বিশ্রামে রাখা হতে পারে।
সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চে ফের স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।