আন্তর্জাতিক ডেস্ক : সিলেট ও নোয়াখালীতে নারী ধর্ষণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইতালির ভেনিসে প্রতিবাদ সভা করা হয়েছে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ভেনিসে এ প্রতিবাদ সভা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ভেনিস বাংলা স্কুলে প্রবাসী নারীদের উপস্থিতিতে বাংলা স্কুলের ভারপ্রাপ্ত সম্পাদিকা রুনু আক্তারের সভাপতিত্বে মহিলা নেত্রী সুহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নারী নেত্রীরা বাংলাদেশের নারীদের নিরাপত্তা মহিলাদের চলাফেরা নিশ্চিতসহ নারীদের ওপর ধর্ষণ নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভৈরব সমিতি ভেনিসের মহিলা সম্পাদিকা মদিনা মোসাম্মদ, মহিলা নেত্রী সোনিয়া ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- আফসারী খানম রিক্তা, দিলরুবা জামান, মেহেরুন্নেছা মলি, শিরিন আক্তার, নীলা আক্তার, ডালিয়া পারভিন, মিথিলা, ইভা রহমান, সালমা আক্তার প্রমুখ। পরে ধর্ষণের ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।