বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণে সৌদির অর্থায়ন দাবিটি সত্য নয়

জুমবাংলা ডেস্ক : বিগত সরকারের সময়কালে নেওয়া ৫৬০টি মডেল মসজিদ নিমার্ণ প্রকল্পটি সৌদি আরবের দেওয়া ৮ হাজার কোটি টাকার অনুদানে বাস্তবায়ন করা হচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এই দাবি সত্য নয় বলে ফ্যাক্টচেকে উঠে এসেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ সরকারের উদ্যোগে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে সৌদি আরব সরকার কোনো অর্থায়ন করেনি বরং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নেই উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।

২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরকালে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ বাংলাদেশ সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরির প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছেন দাবিতে একটি তথ্য সরকারের পক্ষ থেকে জানানো হলেও পরবর্তীতে ২০১৭ সালে সৌদির তৎকালীন সংস্কৃতি ও তথ্য মন্ত্রী আওয়াদ আল-আওয়াদ জানান, সৌদি আরব এ ধরনের মসজিদ নির্মাণ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

হাসিনা সরকার অসংখ্য মানুষকে ‘হাউন’ আঙ্কেলের কাছে পাঠিয়েছে: সারজিস