জুমবাংলা ডেস্ক : কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও কসোভো। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেশিঙ্ক আহমেতির উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। মোমেন-আহমেতি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
সভায় দুই দেশের পারস্পরিক সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা হয় এবং মতবিনিময় শেষে দুই দেশে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে। রোববার কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদল ঢাকায় চারদিনের সরকারী সফরে এসেছেন এবং প্রথমবারের মত দুই দেশের পররাষ্ট্র দফতরের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। রাজনৈতিক মতবিনিময় সভায় কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেদেশে অংশগ্রহণকারী বাংলাদেশীদের প্রশংসা করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য একাধিক চুক্তি ও এমওইউ এর বিষয়ে আলোচনা করেন।
কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী তার এ সফরের প্রথমেই ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন এবং রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এছাড়া তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আগামীকাল বুধবার তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।