বাংলাদেশ কেন ছাড়ছেন রশিদ খান

রশিদ খান

স্পোর্টস ডেস্ক : হঠাৎ বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন সফরকারি আফগানিস্তানের সবচে বড় তারকা রশিদ খান। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের

রশিদ খান

ওয়ানডে সিরিজের একটি ম্যাচ এখনো বাকি, বাকি আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এ অবস্থায় কেন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন রশিদ?

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান সুপার লিগে রশিদ খানের দল লাহোর কালান্দর্স টুর্নামেন্টের ফাইনালে ওঠায় তিনি সেখানেই খেলবেন। এজন্য বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন।

জিও নিউজ আরো জানিয়েছে, রশিদ খানকে মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালে পাচ্ছে শাহিন শাহ আফ্রিদির লাহোর। রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রথম দেশ হিসেবে যে দেশের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন

এর আগে পাকিস্তান সুপার লিগ ছেড়ে আসার সময় রশিদ খানকে গার্ড অব অনার দেয় লাহোর কালান্দর্সের সতীর্থরা। দলের ম্যাচ বাকি সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগেভাগেই পাকিস্তান ছেড়েছিলেন তিনি। পিএসএলের এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ খান।