স্পোর্টস ডেস্ক: ভারতের আসামে ব্যাডমিন্টন এশিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত Badminton Asia South Asia (Under-15 & under 17) Regional Junior Championships 2022 (Individual) এ বাংলাদেশ জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ দলের শার্টলার এস এম সিফাত উল্লাহ (গালিব) ও মুস্তাকিম হোসেন বালক দ্বৈত ইভেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ ব্যাডমিন্টন দলের এ সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ব্যাডমিন্টনসহ সকল খেলার উন্নয়নে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছেন। সম্প্রতি আমরা ২ কোটি টাকা ব্যয়ে ব্যাডমিন্টনের জন্য বরাদ্দকৃত উডেন ফ্লোর জিমনেসিয়ামটি সংস্কার ও আধুনিকায়নের কাজ সমাপ্ত করেছি। স্পোর্টস এর উন্নয়নে সরকারের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও ভারত অংশগ্রহণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।