জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবা-মায়ের ইচ্ছা পূরণ করতে তাদের সাথে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন বর। বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতেও এসেছেন তারা। হেলিকপ্টার দেখতে স্থানীয়দের ব্যাপক ভীড় ছিলো।
ওই বরের নাম মোরছালিন হাওলাদার। কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে মুরসালিন। তিনি একজন মালয়েশিয়া প্রবাসী। আর তার স্ত্রী একই এলাকার কালাম শেখের মেয়ে ফারিয়া খাতুন।
সম্প্রতি বিয়ে করতে দেশে এসেছেন মুরসালিন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে দিঘলীয়া গ্রামের এগারো বাড়ির মাঠ থেকে হেলিকপ্টারে করে বর সেজে বাবা-মাকে নিয়ে পাশ্ববর্তী এলাকার মান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে নামেন তারা।
ছেলের বিয়েতে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুরসালিনের বাবা-মাও। এসময় মোরসালিনের ভাইয়েরা জানান, তারা ৫ ভাইয়ের সবাই মালয়েশিয়া প্রবাসী। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই মূলত হেলিকপ্টারে করে বিয়ের এই আয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।