আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের অনেক মেয়েই নিজের চেহারায় ‘বার্বি ডলের’ লুক আনতে ব্যস্ত। এজন্য তারা খাওয়াদাওয়া, ব্যায়াম থেকে শুরু করে চেহারা বিভিন্ন সময়ে অস্ত্রোপচারও করেছেন।
তবে বার্বি ডলের মতো ঠোঁট দেখাতে বারবার চিকিৎসকের কাছে হয়তো কমজনই গিয়েছেন। ২২ বছরের বুলগেরিয়ান এক নারী বার্বি ডলের মতো দেখাতে, ঠোঁট বড় দেখাতে ১৭ বার শরীরে এসিড ইনজেকশন দিয়েছেন। তবে কাঙ্খিত ঠোঁট পেতে এবং বার্বি ডলের লুক আনতে তাকে আরও অনেকবার ছুটতে হবে চিকিৎসকের কাছে।
জানা গেছে, বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী হতে অ্যান্ড্রিয়া ইভানোভা নামের ওই নারী বারবার চিকিৎসকের কাছে যেতেও আগ্রহী।
২০১৮ সাল থেকে এন্ড্রিয়া তার ঠোঁট প্রতিস্থাপনের চিকিৎসা শুরু করেন। প্রতিবার চিকিৎসকের কাছে যেতে অ্যান্ড্রিয়ার খরচ করতে হয়েছে ১৩৪ ইউরো, বাংলাদেশী টাকায় যার মূল্য ১২ হাজার টাকারও বেশি। নিজের বড় ঠোঁট নিয়ে অ্যান্ড্রিয়া খুবই খুশী। তারপরও তিনি চান ঠোঁটের আকার আরও বড় করতে।
অ্যান্ড্রিয়া জানান, এখন তার ঠোঁট তার কাছে আগের থেকে অনেক বেশি প্রিয়। আর এই ঠোঁট পাওয়ার জন্য তিনি টাকার কথা ভাবেন না।এমনকী তিনি জানেনও না তার এই ঠোঁট পেতে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে।
এন্ড্রিয়ার ঠোঁটের ছবি দেখে ইনস্টাগ্রামে অনেকেই তার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন।
এন্ড্রিয়া বলেন , ‘আমি ইতিবাচক ও নেতিবাচক-দুই ধরনের মন্তব্যও দেখেছি আমার ঠোঁট নিয়ে। কার ভালো লাগলো আর না লাগলো সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি আমার লুক নিয়ে খুশী।’ সূত্র : ইন্ডিয়া টাইমস
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.