জুমবাংলা ডেস্ক: ‘জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্য পুলিশ ও মানুষের সঙ্গে সংঘর্ষ করা। তারা মানুষ মেরে রাজনীতি করতে চায়। বিএনপি যদি লাশের রাজনীতি করতে চায় তাহলে জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।
ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের কর্মীদের সংযত হতে বলেছি। তবে, বিএনপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না।
তিনি বলেন, নির্বাচনের আগে সভা-সমাবেশ করা স্বাভাবিক বিষয়। তবে, বিএনপির অরাজকতা সহ্য করা হবে না। আওয়ামী লীগ রাজপথে মল্লযুদ্ধ করতে চায় না, বরং দলের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলা হয়েছে।
২০১৪ সালের মতো বিএনপি আগুন সন্ত্রাস এবং পেট্রোল বোমার রাজনীতি শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না বলেও জানান তথ্যমন্ত্রী।
দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুললো বাংলাদেশ, নিষেধাজ্ঞা প্রত্যাহার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।