জুমবাংলা ডেস্ক : নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আজ শুক্রবার বিকালে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবিরের হাতে আনুষ্ঠানিভাবে ওই ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়।
এ সময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, নীলফামারী জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজেল ক্যানোলার সংকট রয়েছে। আমি সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করে নীলফামারীর দুজন ব্যবসায়ীকে বলি। তারা আগ্রহের সঙ্গে এগিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি আমাদের যারা বিত্তবান আছেন তারা সংকট মোকাবেলায় নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসবেন। তাদের মতো আরো অনেকে এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাফিজুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির বলেন, জনগণের সার্বিক সহযোগিতা ছাড়া কোনো দুর্যোগ কাটানো সম্ভব নয়। সরকারের পাশাপাশি সকলের অংশগ্রহণ শুরু হয়েছে। করোনা আমাদের সকলের অংশগ্রহণের শিক্ষা দিয়েছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে। এখন শর্টকাটের কোনো পথ নেই। স্বাস্থ্যবিধি নিয়ে আমাদের অভ্যস্ততা গড়ে তুলতে হবে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল রায় জানান, হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসায় ১০০টি শয্যা আছে। বর্তমানে ৪০ জন করোনা রোগী ভর্তি আছেন। এখানে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকলেও একটিমাত্র হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা ছিল। এখন আরো দুটি যুক্ত হলো।
তিনি বলেন, একটি সাধারণ সিলিন্ডারে প্রতি মিনিটে ১০ থেকে ১৫ লিটার অক্সিজেন দেওয়া যায়। কিন্তু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে প্রতি মিনিটে ৬০ লিটার অক্সিজেন দেওয়া সম্ভব। যা সংকটাপন্ন করোনা রোগীদের জন্য বিশেষ প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


