স্পোর্টস ডেস্ক : বিপিএলে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া মালিকপক্ষ ক্রিকেটারদের বেতন না দেওয়ার ক্ষেত্রে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সমস্যা নিরসনে শুধু বিসিবি নয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও হস্তক্ষেপ করতে হয়েছে।
গতকাল গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছেন, এটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। কিন্তু এখনো বিদেশি ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে।
সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর এক প্রতিবেদনে জানিয়েছে, রাজশাহীর টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরও ছয় বিদেশি ক্রিকেটারের কেউই এখনো হোটেল ছাড়েননি। কারণ, তাদের বকেয়া বেতন ও ফেরার বিমান টিকেট দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস ২৫% বেতন পেয়েছেন, বাকিরা এক টাকাও পাননি। দৈনিক ভাতা নাকি বার্লের ১১ দিন বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ।
এদিকে বার্লদের বেতন ও বিমান টিকিট যে দেওয়া হয়নি, সেটা নিশ্চিত করেছেন বার্ল নিজেই। সংবাদমাধ্যম ডেইলি সানকে বার্ল জানিয়েছেন, ‘কোনো আপডেট নেই। আমাদের পরিস্থিতি আগের মতোই আছে।’
ডেইলি সানকে বার্ল বলেছেন, এখন পর্যন্ত মাত্র ২৫% বেতন দেওয়া হয়েছে এবং ফেরার টিকিট দেওয়া হচ্ছে না তাদের, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই। পরিস্থিতি ভালো ঠেকছে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।