চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রধান সমুদ্রবন্দরের সব টার্মিনাল, জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনা একক মালিকানা বন্দর কর্তৃপক্ষের। বিদেশি প্রতিষ্ঠানের হাতে কোনো টার্মিনাল মালিকানা হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই।
রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের সই করা বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব সংবাদ সাধারণ জনগণ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছেন যে, মনগড়া বা অনির্ভরযোগ্য তথ্য চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতির হৃদপিণ্ড হিসেবে বন্দর ও দেশের উন্নয়নকে অন্তরায় করতে পারে।
বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখার এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কাম্য।
চট্টগ্রাম বন্দর সম্পর্কিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ হয় বিজ্ঞপ্তিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



