জুমবাংলা ডেস্ক : দেশে হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এতে প্রতিজন রোগী এক লক্ষ টাকা সমমানের ওষুধ পাবেন। তবে কোভিড-১৯ মহামারির প্রভাবে এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক অনড়াম্বর অনুষ্ঠানে তিনজন হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীর হাতে ওষুধ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসময় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বাংলাদেশ সরকারের একটি জনকল্যাণমুখী কার্যক্রম হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা।
‘২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস-বি ও সি নির্মূলের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে’।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, বাংলাদেশের যে কোন নাগরিক হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে, প্রয়োজনীয় পরীক্ষার কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগে যোগাযোগ করে এ ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.