জুমবাংলা ডেস্ক: বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে বুকে ফুটবল লেগে আব্দুল আজিজ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল আজিজ ভোগা গ্রামের কৃষক শামসুল মোল্লার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে উপজেলার ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহিত-অবিবাহিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আব্দুল আজিজ অবিবাহিতদের পক্ষে নেমে একটি গোল করে। কিছুক্ষণ পরে কর্নারের বল হেড দিতে গিয়ে বুকে লেগে নিঃশ্বাস আটকে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ এলাকায় নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে।
সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, আব্দুল আজিজ এই কলেজের ছাত্র। তার মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



