বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা পড়াশোনা শেষ না করেও নিজেদের প্রতিভা আর পরিশ্রমের জোরে সাফল্যের শিখরে পৌঁছেছেন। তাদের মধ্যেই অন্যতম হলেন আলিয়া ভাট।
স্কুলের পড়াশোনা শেষ না করেই অভিনয়ের জন্য বলিউডে পা রেখেছিলেন তিনি। আর আজ মাত্র ৩১ বছর বয়সেই তিনি ৪,৬০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ক্যারিয়ারেও রয়েছে একাধিক সুপারহিট ছবি।
ফিল্মি পরিবারের মেয়ে আলিয়া। বাবা পরিচালক মহেশ ভাট, মা অভিনেত্রী সোনি রাজদান। বোনও অভিনেত্রী এবং স্বামী রণবীর কাপুর বলিউডের সুপারস্টার।
ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছিলেন তিনি।
অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার শিরোনামে এসেছেন আলিয়া। বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
বিয়ের সাত মাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দেন। তবে সেই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী।
শুধু সিনেমা নয়, প্রযোজনা এবং ব্যবসাতেও সফল আলিয়া। দামি বাড়ি, অ্যাপার্টমেন্টের পাশাপাশি একাধিক ব্যবসার মালিক তিনি।
ঘুরে দাঁড়াতে চায় খুলনা অঞ্চলের পাটকলগুলো, আগ্রহী নন বিনিয়োগকারীরা
কম শিক্ষিত হলেও তার কাজ এবং প্রতিভা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। বর্তমানে প্রায় ৪,৬০০ কোটি টাকার সম্পদের মালিক আলিয়া ভাট এখন ভারতের অন্যতম সফল এবং ক্ষমতাশালী তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।