জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিপা আক্তার (২০) নামে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন সন্তানের জন্ম হয়।
নিপা আক্তার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামের ইউনুস কাজীর স্ত্রী। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়, তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। সবাই সুস্থ আছে। মা শঙ্কামুক্ত। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ার পর নবজাতকসহ নিপা আক্তার তার বাবার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়াতে আছেন। ইউনুস কাজী পেশায় সবজি ব্যবসায়ী।
ইউনুস কাজী বলেন, স্ত্রীর প্রসবব্যথা উঠলে তাকে বগুড়ার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে মঙ্গলবার সকাল ৮টার দিকে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয়।
প্রথমবারের মতো বাবা হতে পেরে আনন্দিত ইউনুস কাজী। তিনি জানান, আল্লাহ আমাকে তিনটি সন্তান দিয়েছেন। এতে আমি অনেক খুশি। আমার তেমন জমিজমা নেই। তারপরও সন্তানদের লালন-পালনে যথাসাধ্য চেষ্টা করবো।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.